News

প্রফেসর ডঃ মোঃ নাজমুল হক নাদভী গতকাল আন্তর্জাতিক ওয়ার্কশপে অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল বৈরুতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন

আইআইইউসি’র ডীন ড. নাজমুল হক নাদভীর লেবানন গমন

আইআইইউসি’র ডীন ড. নাজমুল হক নাদভীর লেবানন গমন

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম’র ফ্যাকাল্টি অব শরীয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ’র ডীন প্রফেসর ডঃ মোঃ নাজমুল হক নাদভী গতকাল আন্তর্জাতিক ওয়ার্কশপে অংশগ্রহণের উদ্দেশ্যে গতকাল বৈরুতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।



আন্তর্জাতিক রেডক্রস ও আরব লীগের দি এরাব সেন্টার ফর লিগ্যাল এন্ড জুডিশিয়াল স্টাডীজ এর যৌথ আয়োজনে ১৯ থেকে ২৭ ফেব্রুয়ারী লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠীতব্য ‘‘রিজিওনাল ইন্টারন্যাশনাল হিউমেনিটারিয়ান ল কোর্স ফর এরাব গভার্ণমেন্টাল এন্ড একাডেমিক সার্কেলস’’ শীর্ষক এই আন্তর্জাতিক ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। তিনি ইতিপূর্বে আলজেরিয়া, আরব আমিরাত, ইয়েমেন, জর্দান, তুরস্ক, পাকিস্তান, ভারত, মিশর, সুদান সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ৩৬টি আন্তর্জাতিক সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করে দেশ ও বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করেছেন এবং তিনি আন্তর্জাতিক ইসলামী সাহিত্য সংস্থা বাংলাদেশ ব্যুরোর ভাইস প্রেসিডেন্ট, বাংলা একাডেমী ও এশিয়াটিক সোসাইটিসহ বিশ্বের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সদস্য ও গবেষণাকর্মের সাথে সরাসরি সম্পৃক্ত। ২৮ ফেব্রুয়ারী তাঁর দেশে ফেরার কথা রয়েছে। --- প্রেস বিজ্ঞপ্তি

Recent News